বাংলাদেশ, প্রায় শতকরা ৯০ ভাগ মুসলমানের একটি জনপদের নাম। এ দেশ তথ্য গোটা ভারত উপমহাদেশের আছে একটি গৌরবোজ্জ্বল অতীত। এখানে নেতৃত্ব দিয়েছেন অনেক সৎ, যোগ্য এবং সুমহান ব্যক্তিবর্গ। কিন্তু কালের পরিবর্তনে আজ আমাদের সোনার দেশ তথা সমস্থ পৃথিবীতে সৎ এবং যোগ্য ব্যক্তি বর্গের অভাব দৃশ্যমান। আবার দেখা যায় সর্বত্র সৎ কিংবা যোগ্য উভয় রকম মানুষের অভাব নেই। কিন্তু সমস্যা হচ্ছে, যিনি সৎ তিনি যোগ্য নন; নতুবা যিনি যোগ্য তিনি সৎ নন। বাস্তবতা হচ্ছে, এ দু’টো গুণের সমষ্টি যার মধ্যে বিদ্যমান সে-ই একটা জাতি, সমাজ কিংবা দেশের উন্নয়নে কল্পনাতীত অবদান রাখতে পারে। এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ১৫ই আগষ্ট, ২০১৪ ইং তারিখে “গাছবাড়ী ক্যাডেট মাদ্রাসা” নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২৩-০৭-২০১৭ইং তারিখে প্রজ্ঞাপন জারি করে যে, মাদ্্রাসা নামের সাথে “ক্যাডেট” ও “ইন্টারন্যাশনাল” শব্দ ব্যবহার করা যাবে না। তারই প্রেক্ষিতে মাদ্্রাস কর্তৃপক্ষ কর্তৃক ১১-০৮-২০১৭ইং তারিখে “গাছবাড়ী ক্যাডেট মাদ্রাসা”-কে “গাছবাড়ী সামিট মাদরাসা” নামে নামকরণ করা হয়।
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
গাছবাড়ী সামিট মাদরাসা
গাছবাড়ী, কানাইঘাট, সিলেট-৩১৮৩।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ০১৭৯৯৮৬০৭১০
ই-মেইল: gachhbarisummit@gmail.com
ওয়েব: www.summitmadrasah.com