বাংলাদেশ, প্রায় শতকরা ৯০ ভাগ মুসলমানের একটি জনপদের নাম। এ দেশ তথ্য গোটা ভারত উপমহাদেশের আছে একটি গৌরবোজ্জ্বল অতীত। এখানে নেতৃত্ব দিয়েছেন অনেক সৎ, যোগ্য এবং সুমহান ব্যক্তিবর্গ। কিন্তু কালের পরিবর্তনে আজ আমাদের সোনার দেশ তথা সমস্থ পৃথিবীতে সৎ এবং যোগ্য ব্যক্তি বর্গের অভাব দৃশ্যমান। আবার দেখা যায় সর্বত্র সৎ কিংবা যোগ্য উভয় রকম মানুষের অভাব নেই। কিন্তু সমস্যা হচ্ছে, যিনি সৎ তিনি যোগ্য নন; নতুবা যিনি যোগ্য তিনি সৎ নন। বাস্তবতা হচ্ছে, এ দু’টো গুণের সমষ্টি যার মধ্যে বিদ্যমান সে-ই একটা জাতি, সমাজ কিংবা দেশের উন্নয়নে কল্পনাতীত অবদান রাখতে পারে। এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ১৫ই আগষ্ট, ২০১৪ ইং তারিখে “গাছবাড়ী ক্যাডেট মাদ্রাসা” নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২৩-০৭-২০১৭ইং তারিখে প্রজ্ঞাপন জারি করে যে, মাদ্্রাসা নামের সাথে “ক্যাডেট” ও “ইন্টারন্যাশনাল” শব্দ ব্যবহার করা যাবে না। তারই প্রেক্ষিতে মাদ্্রাস কর্তৃপক্ষ কর্তৃক ১১-০৮-২০১৭ইং তারিখে “গাছবাড়ী ক্যাডেট মাদ্রাসা”-কে “গাছবাড়ী সামিট মাদরাসা” নামে নামকরণ করা হয়।
গাছবাড়ী সামিট মাদরাসা কানাইঘাট উপজেলায় অবস্থিত একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তাানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে।...
বাংলাদেশ, প্রায় শতকরা ৯০ ভাগ মুসলমানের একটি জনপদের নাম। এ দেশ তথ্য গোটা ভারত উপমহাদেশের আছে একটি গৌরবোজ্জ্বল অতীত। এখানে নেতৃত্ব দিয়েছেন অনেক সৎ, যোগ্য এবং সুমহান ব্যক্তিবর্গ। কিন্তু কালের পরিবর্তনে আজ আমাদের সোনার দেশ তথা সমস্থ পৃথিবীতে সৎ এবং যোগ্য ব্যক্তি বর্গের অভাব দৃশ্যমান। আবার দেখা যায় সর্বত্র সৎ কিংবা যোগ্য উভয় রকম মানুষের অভাব নেই। কিন্তু সমস্যা হচ্ছে, যিনি সৎ তিনি যোগ্য নন; নতুবা যিনি যোগ্য তিনি সৎ নন। বাস্তবতা হচ্ছে, এ দু’টো গুণের সমষ্টি যার মধ্যে বিদ্যমান সে-ই একটা জাতি, সমাজ কিংবা দেশের উন্নয়নে কল্পনাতীত অবদান রাখতে পারে। এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ১৫ই আগষ্ট, ২০১৪ ইং তারিখে “গাছবাড়ী ক্যাডেট মাদ্রাসা”...
আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।